ধূপগুড়িতে গড়ে উঠছে অমরেশ্বর ধাম মন্দির

অশোক মিত্র,ধূপগুড়ি: ঝাড়খণ্ডের খুন্তির অমরেশ্বর ধাম মন্দিরের আদলে ধূপগুড়িতে গড়ে উঠছে বাবা অমরেশ্বর ধামের মন্দির। যাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ভক্তির আবেগ ।ধূপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ খয়ের বাড়িতে গড়ে উঠছে এই মন্দির। একদিকে বয়ে গেছে জলঢাকা নদী অন্যদিকে ঘন সবুজ জঙ্গল, বিঘার পর বিঘা কৃষি জমি। এমন একটি প্রত্যন্ত গ্রামে দক্ষিণ খয়ের বাড়ি হাই স্কুল সংলগ্ন মাঠে ওম সেবাশ্রমের উদ্যোগে তৈরি হচ্ছে বাবা অমরেশ্বর ধাম। ইতিমধ্যে এই ধাম তৈরির কাজ শুরু হয়ে। মূল প্রবেশদ্বারের কাছাকাছি একটি শিব মূর্তি স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন , অমরেশ্বর ধাম তৈরির উদ্যোক্তা ইন্দ্রজিৎ গাঙ্গুলী। সুদূর কলকাতা থেকে এসে তিনি এই এলাকায় মন্দির তৈরিতে উদ্যোগ নিয়েছেন তবে এই অমরেশ্বর ধাম তৈরিতে এখনো পর্যন্ত অনেকটা সময় প্রয়োজন। মন্দির সম্পূর্ণ হলে স্থাপন করা হবে বাবা অমরেশ্বরকে । এটা শুধু একটি মন্দির নয় এই ধামকে কেন্দ্র করে এলাকার আর্থসামাজিক এবং চিকিৎসা পরিষেবার উন্নত হবে বলে দাবি উদ্যোক্তার। কারণ এই ধামের পাশাপাশি এই প্রত্যন্ত গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। থাকবে যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা। মন্দিরের এক উদ্যোক্তা বলেন, “এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদী থেকে ভক্তরা জল নিয়ে এসে এই মন্দিরে জল ঢালবে”। পাশাপাশি বেনারসের গঙ্গা আরতির মতই জলঢাকা নদীর ঘাটেও সন্ধ্যা আরতি ব্যবস্থা করা হবে সেই পরিকল্পনা রয়েছে। দূর দূরান্তের ভক্তদের সমাগমে এই ছোট্ট গ্রাম হয়ে উঠবে সকলের সুপরিচিত, আর্থসামাজিক উন্নতি ঘটবে উদ্যোক্তাদের পাশাপাশি আশাবাদী গ্রামবাসীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)