ফুলবাড়ি সুপার মার্কেট থেকে মোটরবাইক চুরির

শিলিগুড়ি,ফুলবাড়ি সুপার মার্কেট থেকে মোটরবাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। শিলিগুড়ির ফুলবাড়ি সুপার মার্কেট চত্বরে নিজের বাড়ির নিচে প্রতিদিনের মতোই মোটরবাইক রেখে ঘুমাতে গিয়েছিলেন ব্যবসায়ী শুভজিৎ গাঙ্গুলী। কিন্তু বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখেন, তার শখের দামি কোম্পানির মোটরবাইকটি নেই।বাইকের খোঁজে এদিক-ওদিক ঘুরেও কোনো সন্ধান না মেলায় তিনি সুপার মার্কেটের লাগানো সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখেন। তাতেই ধরা পড়ে, গভীর রাতে দুই দুষ্কৃতী মিলে তার মোটরবাইকটি চুরি করে নিয়ে যায়।চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়।খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একটি ফুটেজে ধরা পড়েছে দুই চোর বাইক নিয়ে পালানোর মুহূর্ত।বাইকের মালিক ও ফুলবাড়ি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শুভজিৎ গাঙ্গুলী বলেন, তিন বছর আগে বাইকটি কিনেছিলাম। প্রতিদিন রাতেই বাড়ির নিচে রেখে ঘুমাতাম। ভাবতেই পারিনি এত সুরক্ষিত জায়গা থেকেও বাইক চুরি হয়ে যাবে। কারণ পুরো সুপার মার্কেট জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে।তিনি আরও জানান, তার বাইকের নম্বর WB 74BE 6824। কেউ এই নম্বরের বাইক কোথাও দেখতে পেলে অনুরোধ করা হয়েছে নিকটস্থ থানায় বা নিউ জলপাইগুড়ি থানায় যোগাযোগ করতে।

