বাংলাদেশিকে আধার কার্ড করে দেওয়ার অভিযোগে ব্যাঙ্ককর্মী গ্রেফতার

বাংলাদেশি নাগরিককে ভারতীয় আধার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যাঙ্ককর্মী। বুধবার রাতে জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে খড়িবাড়ি থানার পুলিশ অভিযুক্ত সোমেশ বর্মনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির জালে ধরা পড়া বাংলাদেশি নাগরিক মহন্ত বর্মনের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই আধার কার্ডটি তৈরি করেছিলেন ব্যাঙ্ককর্মী সোমেশ বর্মন। তিনি কর্মরত অবস্থায় আধার সংক্রান্ত কাজ করতেন এবং সেই সুযোগেই কার্ডটি বানিয়ে দেন বলে অভিযোগ।

অভিযুক্তকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ তার রিমান্ডের আবেদন জানিয়ে ঘটনাটির সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)