শিলিগুড়িতে আবারো এটিএম লুট দুষ্কৃতীদের

উত্তরবঙ্গসময় শিলিগুড়ি:রাত তিনটে নাগাদ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা একটি টাটা সুমো করে এসে লুটপাট চালায়। আগুনও ধরে যায় সেই এটিএমটিতে ।অপারেশন করে বেরোনোর সময় আশিঘর আউটপোস্টের পুলিশ ভ্যানের নজরে যায় ওই টাটা সুমো। কিন্তু পুলিশ তাদের তাড়া করলেও ইস্টার্ন বাইপাস হয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ আশিঘর ফাঁড়ির পুলিশ সমস্ত থানা কে সতর্ক করে।পুলিশের অনুমান প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে ,পুরো অপারেশনটা যাদের সিসিটিভির মধ্যে না আসে সেই জন্য দুষ্কৃতীরা সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল। ঘটনার খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তিনটি থানা কে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দার্জিলিং উত্তর দিনাজপুরে পুলিশকে সতর্ক করে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং বলেছেন, দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে পুলিশ তাড়া করেছিল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এটিএম লুট, সোনার দোকানে ডাকাতি, সোনার অলংকার ছিনতাই ,একাধিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্বের প্রবেশদ্বার শিলিগুড়িতে।শিলিগুড়িতে ঘটে যাওয়া একের পর এক দুষ্কৃতীদের তান্ডব শিলিগুড়িবাসি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)