সন্তানের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য অভিভাবক নিলেন ট্রান্সপার্ট সার্টিফিকেট
শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর শিলিগুড়ি জুড়ে। পরিবারের অভিযোগ, গত তিন বছর ধরে ক্লাস ফাইভ থেকে ওই ছাত্রের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। দফাই দফায় টাকা দাবি করা হতো এবং টাকা দিতে অস্বীকার করলেই চলতো মারধরও মানসিক হয়রানি। ভাইরাল হওয়া ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রের পরিবারের সদস্যরা। ভিডিওতে দেখা যায় স্কুলের একটি সিঁড়িতে ওই ছাত্রকে চড় থাপ্পড় মারা হচ্ছে। ওখানে থাকা কয়েকজন ছাত্র সেই ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্কুলে নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলছেন অভিভাবকেরা, স্কুলে মোবাইল ফোন ব্যবহার থেকে শুরু করে অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রনজয় দাস জানেন, ঘটনার তদন্তে মঙ্গলবার আলোচনা সভা ডাকা হয়েছে। তবে এ ঘটনার পরেই অভিভাবকেরা সন্তানের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্যত্র ভর্তি করা সিদ্ধান্ত নিয়েছেন।এই ঘটনায় শিক্ষাঙ্গনে ও শহর জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়।

