স্থানীয় বাসিন্দাদের সাথে মদ্যপ অবস্থায় কাউন্সিলরের দাদাগিরি , মেয়র পারিষদ পদ হারালেন কাউন্সিলর শ্রাবণী দত্ত

রিংকু সরকার: শিলিগুড়ি

শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে মধ্যপ অবস্থায় স্থানীয় মানুষদের মারধরের অভিযোগ ওঠে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তার ঔদ্ধত্যে ভাইরাল হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চঞ্চল্য ছড়ায়। তৃণমূলের চক্ষু শুল হয়ে দাঁড়ায় কাউন্সিলার শ্রাবণী দত্ত। এরপরই মেয়রের কড়া পদক্ষেপ, দলের নির্দেশে মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে। যদিও গতকাল শ্রাবণী দত্ত সংবাদমাধ্যমকে বলেছিলেন গণেশ পূজার ভাসান দিয়ে আসার পথে তিনি তার ওয়ার্ডে মন্তব্য যুবক-যুবতীদের আড্ডার প্রতিবাদ করছিলেন। এবং তখনই বহিরাগতদের দ্বারা তিনি হেনস্তা স্বীকার হন। পৌর কর্পোরেশনের গাড়ির কাজও ভেঙে ফেলা হয়। যদিও স্থানীয়দের দাবি , মধ্যপ অবস্থায় শ্রাবণী দেবী এলাকার মানুষকে মারধর করেছে এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মেয়র গৌতম দেবের কড়া পদক্ষেপ। তিনি জানান , “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এই ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়া আমাদের নীতি”।যদিও এ বিষয়ে কাউন্সিলের শ্রাবণী দত্ত কোন প্রতিকার করেনি, বরং তিনি দলের এই নির্দেশকে মেনে নিয়েছেন। দলের প্রতি তার কোন অভিযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)