69th স্টেট স্কুল গেমস 2025 টেবিল টেনিস অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে।
রিংকু সরকার :শিলিগুড়ি
২4 শে আগস্ট থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে টেবিল টেনিস প্রতিযোগিতা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস ও ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস শিলিগুড়ির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা যায়। জানা যায়, ২৪ শে আগস্ট ২৫ আগস্ট ১৬ টি জেলা থেকে আন্ডার, 14,17,19 গার্লসের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট আন্ডার, 14,17,19 ছেলেরা ২৪টি জেলা থেকে এই খেলায় অংশগ্রহণ করবে। আন্ডার 14 মেয়েদের মধ্যে জয়ী হয়েছে উত্তর ২৪ পরগনা, আন্ডার 17 শিলিগুড়ি এবং আন্ডার 19 সাউথ কলকাতা। খেলা চলবে ২৭ তারিখ পর্যন্ত।

